১৬ সেপ্টেম্বর ২০২৩,খুলনা প্রতিনিধি:-তেরখাদা উপজেলার ছাগলাদা বাজার,ইছামতি বাজার সহ বিভিন্ন স্থানে রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন খুলনা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহানগর যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ।
গণসংযোগ শেষে পাতলা ইউনিয়নের পাতলা গ্রামবাসী আয়োজিত ১৫ তম ৮ দলীয় অন্তগ্রামলীগ পর্যায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৬ সেপ্টেম্বর বিকালে পাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হাদান মজুমদার একাদশ ও রাকেশ বিশ্বাস একাদশ। খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে পরবর্তীতে ট্রাইবেকারের মাধ্যমে হাদান মজুমদার একাদশ রাকেশ বিশ্বাস একাদশকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হোসনেয়ারা চম্পা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তেরখাদা উপজেলা আওয়ামীলীগ নেতা মোল্যা আজিজুর রহমান,এফএম মনিরুজ্জামান,আলমগীর মল্লিক,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। আয়োজক কমিটির সভাপতি শংকর বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃন্ময় টিকাদারের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আওয়ামীলীগ নেতা শহিদ মোল্যা,মৃন্ময় ধর শিপন,ওবায়দুল্লাহ বাবু,সাবেক চেয়ারম্যান উকিল উদ্দীন লস্কর,মাহির শেখ,উজ্জল লস্কর,শুভঙ্কর রায়,মাসুদ শিকদার,অরুন কান্তি বিশ্বাস,জাহিদুল শিকদার,মুন্সী রাসেল রানা,সেলিম আহম্মেদ,শাহরিয়ার হোসেন মানিক,মহানগর যুবলীগের সহ-সভাপতি জহির আব্বাস,মুক্তাজুল ইসলাম সোহাগ,যুবলীগ নেতা পিন্টু মল্লিক,জনী খান,মিঠুন বিশ্বাস পাপ্পু,আজমীর শরীফ,জামাল ভূইয়া,আবু আহাদ কালু,রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রূপম দাস,সরদার মনজুর হোসেন,সাকির হোসেন,রনজিত বিশ্বাস,মুকুল বৈরাগী,তন্ময় ভক্ত,মনোজ, রিয়াজ, কামরুজ্জামান,সজীব আহম্মেদ,ঘাটভোগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সজীব পাল শুভ, সাংগঠনিক সম্পাদক শুভ্র বিশ্বাস।