১৪ সেপ্টেম্বর ২০২৩,স্টাফ রিপোর্টার:-রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তীব্র ধোয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ধোয়ার কারণে চোখ জ্বালাপোড়া করছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ এ কথা বলেছেন।
রায়হানুল আশরাফ বলেন,‘আগুন নেভাতে পানির কোনো সংকট নেই। আমাদের নিজস্ব গাড়ির পাশাপাশি ওয়াসা, বিমানবাহিনী,সেনাবাহিনী,নৌবাহিনী পানি দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ভবন থেকে এবং জাপান গার্ডেনের সুইমিংপুল থেকে পানি পাচ্ছি। কিন্তু ধোয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।
তিনি আরও বলেন,‘দোকানে দাহ্য পদার্থ রয়েছে। আর এগুলো আগুনের সংস্পর্শে এসে ধোয়ার তৈরি করছে। এখানে বিপুল পরিমাণ প্লাস্টিক, সিনথেটিক, কসমেটিকসহ দহনশীল পদার্থ রয়েছে। ফলে এর মাধ্যমে বিষাক্ত ধোয়া তৈরি হচ্ছে। এর কারণে ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হচ্ছে।
সিনিয়র স্টেশন অফিসার বলেন,‘পুরো মার্কেটটি কাঁচাপাকা মার্কেট। আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে গেছে। ধোয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। আমরা আগুন থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারছি না। চোখে জ্বালাপোড়া করছে।