২৭ সেপ্টেম্বর ২০২৩, নিউজ ডেস্ক:-তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে এসে উপস্থিত হন তিনি। এ সময় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন।এর আগে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে বিকেল ৩টা ২০ মিনিটে রওয়ানা হন তিনি। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাসহ প্রায় ৩০ জন এবারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত সফর সূচি থেকে জানা যায়, তিন দিনের সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে তিনি পাবনা মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুরে সাঁথিয়া উপজেলায় একটি জনসভায় ভাষণ দেবেন ও সেখানে নৌকাবাইচ প্রতিযোগিতা অবলোকন করবেন।দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে চলতি বছরের ২৪ এপ্রিল শপথ নেয়ার পর নিজ জেলা পাবনায় এটি তার দ্বিতীয় সফর।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্য রওয়ানা হবেন তিনি