তাহিরপুর প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ,(ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মোঃ নাজিম উদ্দীন বৃহস্পতিবার (২১শে) সেপ্টেম্বর বিকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।এর আগে তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানা অফিসার ইনচার্জ ছিলেন।
বিয়ানীবাজার উপজেলার কাছাটুল এলাকায় জন্ম ও বেড়ে ওঠা শেখ মোঃ নাজিম উদ্দীন ১৯৯৮ সালে পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে যোগ করেন।
নবাগত ওসি মো:শেখ মোঃ নাজিম উদ্দীন জানায়, তাহিরপুর থানাকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ, নির্মূল করার লক্ষ্যে যা করা প্রয়োজন তাই করা হবে। এর সাথে যারা জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না সে যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের সাথে কোন আপোষ নেই, মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।