তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তিদের লাশ উদ্ধারের চেষ্টায় তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা।
আজ তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ(ওসি)ইফতেখার হোসেন এর নির্দেশে,এসআই হেলাল উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও স্থানীয়রা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকার আশেপাশে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এর পুর্বেও ঘটনার পরবর্তী সময় থেকে গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা।
উল্লেখ্য যে গতকাল (২৭আগস্ট)মঙ্গলবার বিকালে তাহিরপুর হতে নিজ গ্রাম ছিলানী তাহিরপুর আসার পথে উপজেলার মাটিয়ান হাওরের বোয়ালমারা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয় ওই গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে আবুল ফয়েজ ওরফে সুলতান মিয়া(৩৫)একই গ্রামের মশ্রব আলীর ছেলে শাহ আলম(৪০)।
এবিষয়ে ছিলানী তাহিরপুর গ্রামের নিখোঁজ ব্যক্তি শাহ আলম এর চাচাতো ভাই আব্দুল হালিম জানান আমরা ঘটনার পর থেকে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেছি,আজ তাহিরপুর থানা পুলিশ ও আমরা সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি তা এখনো অব্যাহত আছে।