মোঃ এনামুল হক,স্টাফ রিপোর্টার:-হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের সালনা হাইওয়ে থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ থ্রি হুইলার আটক ও মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এবং বাঘের বাজারে মহাসড়কের দুপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়।
হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাথে ছিলেন,সালনা হাইওয়ে থানার আইসি রফিকুল ইসলাম সহ থানার অফিসার ফোর্স।
সালনা হাইওয়ে থানার আইসি রফিকুল ইসলাম জানান, অভিযানে মহাসড়কের উপর অবৈধভাবে বসানো ২০০ থেকে ৩০০ টি অস্থায়ী দোকানপাট এবং কাঁচা বাজার উচ্ছেদ করা হয়। এসময় মহাসড়কে অবৈধ চলাচলকারী থ্রি হুইলার আটক করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।