গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
গতকাল ( ৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এই সময় ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট আবু আমজাদ, সাধারন সম্পাদক এডভোকেট জাকারিয়া খান স্বপন, সহ সভাপতি আব্দুল হক,এজিএস কাজী আশরাফুল ইসলাম ডেভিড, সমাজ কল্যাণ সম্পাদক সুজন চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, কার্জনির্বাহী সদস্য বৃন্দ, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স সিয়েশন সভাপতি এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন ( সাবেক এমপি), মহাসচিব এডভোকেট মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক এডভোকেট ছিদ্দিকুর রহমান মিয়া, আনোয়ার হোসেন,মাহবুবুর রহমান রুবেল, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, ঢাকা ট্যাক্সেস বার এর সাবেক সহ সভাপতি বি এন দুলাল, সাবেক সহ সভাপতি এডভোকেট আকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরদার আকিল আহমেদ ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদিউজ্জামান, সাবেক এজিএস জাফরুল হাসান অপু, সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট হরিপদ সরকার, সাবেক কার্য নির্বাহী সদস্য অভিজিত দাস, রুশো বোস, নিতিশ সরকার, শাহজাহান কবির, ওসমান শেখ সহ বারের অসংখ্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।