December 8, 2024, 5:36 am
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্গাপুরে প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন

ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত আহত ১ 

Reporter Name
  • Update Time : Friday, September 29, 2023,
  • 37 Time View

শেখ মাহাতাব হোসেন,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ-খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজারে এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ।

থানার এস আই আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা ডলফিন পরিবহণের একটি যাত্রীবাহী বাস (বরিশাল মেট্রো-ব-১১-০১৬৪) কাঁঠালতলা বাজারে এসে যাত্রী নামাচ্ছিল। এসময় বাসের ড্রাইভার ও হেলপার বাসের চাকার সমস্যা ঠিক করার জন্যে নীচে নেমে আসে। এমতাবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-১৭৪৩) ঘটনাস্থলে এসে বাসের পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের চালক বরগুনার আমতলি এলাকার নেছার মৃধার ছেলে বশির মৃধা (৫৬), বাসের যাত্রী কেশবপুর উপজেলার দেউলি গ্রামের মৃত সত্য রঞ্জন দাসের ছেলে পূর্ণ চন্দ্র দাস (৫২) এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হারুনার রশিদের ছেলে ইয়াছিন হোসেন (১৯) মারাত্মক আহত হন। আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বাস চালক বশির মৃধা ও যাত্রী পূর্ণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। এ খবর লেখা পর্যন্ত আহত ইয়াছিন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

এ ঘটনায় কাভার্ডভ্যান চালক চুয়াডাঙ্গা সদরের মাছের দাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৬) এবং হেলপার কুষ্টিয়া সদরের যুগিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২২) কে আটক করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে, শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। ডলফিন পরিবহণের বাস ও কাভার্ডভ্যানটি চুকনগর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919