ডুমুরিয়া খুলনা প্রতিনিধি :: মঙ্গলবার সকাল ১১টায় ডুমুরিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। ডুমুরিয়া অফিসের কমচারীর সাথে খুব খারাপ ব্যবহার করেন ও অন্যায় ভাবে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেন না।
মাসে ষ্টাফদের বেতন দেন না। বিআর ডিবি সদস্য সাহস মধ্যপাড়া মহিলা দলের ঝণ পরিশোধ করে টাকা আনতে গেলে বি আর ডিবি অফিসার বলেন আপনার ঋন পাবেনা না। বেতন ও পাবেননা। আপনার বয়স হয়েছে চাকরিছেড়ে দিলে একজন নতুন লোক নিয়োগ দিয়ে এক লক্ষ টাকা আমার পকেট আসবে। এ ব্যাপারটি নিয়ে ডুমুরিয়া বি আর ডি বি অফিসে অফিসার মোঃ ইমাম হাসান নিকট ষ্টাফরা জানতে চাইলে তড়িঘড়ি করে বিআর ডি বি অফিসার ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ কে ফোন দিয়ে ডেকে এনে ক্ষনেকের জন্য মীমাংসা করে দেয় এবং অফিস স্টাফদের কে তার বরাবর একটি লিখিত আবেদন করতে বলেন সে লিখিত পেয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
এব্যাপারে খুলনা বি আর ডিবি জেলা অফিসার আশরাফুল ইসলাম বলেন সে ডুমুরিয়া উপজেলার অফিস ষ্টাফদের সাথে অসৎ আচরণ করায় আমার কাছে লিখিত আবেদন করলে গত সপ্তাহে আমি নিজে ইনকোয়ারিতে গেলে তার কাছে প্রশ্ন করলে সে আমার কাছে কোন প্রশ্নের জবাব দিবেন বাধ্য নয় বলে জানিয়ে দিয়েছেন।এ ব্যাপারে আমি ডুমুরিয়ার বিআরডিবি অফিসার মোঃ ইমাম হাসানের বিরুদ্ধে লিখিত ভাবে মহাপরিচালক সহ উদ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানিয়েছি।
এব্যাপারে উপজেলা বিআর ডিবি অফিসার মোঃ ইমাম হাসানের নিকট জানতে চাইলে তিনি জানান আমরা বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।