ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:-
শনিবার দিবাগত রাতে ডুমুরিয়া থানার বয়ারসিং গ্রামের অজিত সরদারের বাড়িতে দুর্ধর্ষ চুরি,প্রায় ২৫ ভরি স্বর্ণ আর নগদ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে শনিবার দিন গত রাতে অন্য অন্য দিনের মত ঘুমিয়ে পড়ে,গভীর রাতে এক দল চোর অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ক্লাবসোবল সাটারের গেটের লক ভেঙ্গে দরজা ভেঙ্গে ও ঘরের ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে স্বর্ণ ও টাকা নিয়ে চলে যায়।
ডুমুরিয়া থানায় অজিত সরদার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
উল্লেখ্য গত ৩ আগস্ট গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা গ্রামে শিল্পপতি প্রফুল্ল কুমার রায়ের বাড়ির সবাইকে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। সর্বশেষ ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার বরাতিয়া গ্রামে আবুল সরদার,বামুন্দিয়া গ্রামের লক্ষন বাবু বাড়িতে ডাকাতি ও আবু রায়হানের বাড়িতে ডাকাতি হয়।নগদ টাকা,স্বর্ণালংকারসহ তারা প্রায় ৬ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।গৃহবধূ নাসরিন নাহার গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে। এব্যাপারে ডুমুরিয়া থানায় অজিত সরদার বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন।
এব্যাপারে ডুমুরিয়া থানার ওসি কনি মিয়ার নিকট তার০১৩২০১৪০২৮৫ মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে সে ফোন রিসিভ করেননি।