March 26, 2025, 1:24 am
শিরোনামঃ
মুরাদনগরে নিজ গ্রামে সমাহিত নিহত বিজিবি সদস্য বিল্লাল হাসান আফাস উদ্দিন এর পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ উপজেলা যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত পুরস্কার পেলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক – শেখ মাহতাব হোসেন জাতীয় শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এইচ এফ এম মোঃ জাহাঙ্গীর হোসেন এর বড় ভাইয়ের ইন্তেকাল সাভারবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিকদলের নেতা মোহাম্মদ আলী ফেসবুকে ফেক আইডি খুলে জিয়ামঞ্চ নেতা জাকিরের নামে অপপ্রচারের অভিযোগ বীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত কন্যাশিশু উদ্ধার সিএমপি’র বাকলিয়া থানা পুলিশ কর্তৃক কি ০২ টি কভার্ডভ্যান উদ্ধার সহ ০১ (এক) জন ড্রাইভার আটক

ডুমুরিয়ার সজনেপাতার গুঁড়া রপ্তানিতে আসবে বৈদেশিক মুদ্র

Reporter Name
  • Update Time : Friday, September 15, 2023,
  • 67 Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা:-খুলনা ডুমুরিয়ার নবদ্বীপের সজনেপাতার পুষ্টিগুণসমৃদ্ধ পাউডার যাচ্ছে দুবাইয়ে। তরমুজের গুড় আর চুঁইঝালের গুঁড়ো তৈরির পর এবার খুলনায় তৈরি করা হয়েছে সজনেপাতার গুঁড়ো। খুলনার ডুমুরিয়া উপজেলার নবদ্বীপ মল্লিক এই গুঁড়ো তৈরি করছেন।চলতি বছরের জানুয়ারি মাসে ডুমুরিয়ার বরাতিয়া গ্রামে দেড় বিঘা জমিতে ৪০০টি গাছ লাগিয়ে সজনেপাতার বাণিজ্যিক চাষ শুরু করেছেন নবদ্বীপ।মাত্র আট মাসে তিনি এই কাজে সফলতার মুখ দেখেন। সাতক্ষীরার ব্যবসায়ী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদের সহযোগিতায় সজনেপাতা গুঁড়ো দুবাইয়ে রপ্তানি করবেন নবদ্বীপ মল্লিক।

কৃষিক্ষেত্রে সফল কৃষক নবদ্বীব মল্লিক বলেন, সজনে ও সজনেপাতা প্রচুর পুষ্টিগুণসমৃদ্ধ। স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। শজনে এক মৌসুমে পাওয়া যায়। কিন্তু আমরা বিকল্পভাবে সজনেগাছের চারা জোগাড় করেছি- যা থেকে মৌসুম ছাড়াও বারো মাস পাওয়া যাবে।

তিনি বলেন,এ জন্য ডুমুরিয়ার বরাতিয়ায় দেড় বিঘা জমিতে ৪০০ পিস সজনেগাছের চারা লাগিয়েছিলাম জানুয়ারির প্রথম সপ্তাহে। সেখান থেকে শজনে তুলেছি এবং বিক্রিও করেছি। শজনে হওয়ার পর গাছ ছাঁটাই করতে হয়। তাতে। দেখলাম প্রচুর পরিমাণে সজনেপাতা ফেলে দিতে হবে। এ বিষয়ে আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ ভাইয়ের পরামর্শে পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে বিক্রির সিদ্ধান্ত নিই। যেহেতু এই পাতা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, তাই শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।দুই সপ্তাহ আগে গাছ থেকে প্রায় শত কেজি পাতা কেটে শুকানো হয়। চার-পাঁচ দিন রোদে শুকানোর পর স্থানীয় মিলে গুঁড়ো করে ১৮ কেজি সজনেপাতার গুঁড়ো পেয়েছি। সজনেপাতার কিছু গুঁড়ো সাতক্ষীরার একটি শপিং মলে এবং বৃক্ষমেলায় বিক্রি করা হয়েছে।আর বাকি সজনেপাতার গুঁড়ো দুবাইয়ে রপ্তানির জন্য প্যাকিং করে মজুত রাখা হয়েছে। এই পাউডার ২ হাজার টাকা কেজি মূল্যে দুবাইয়ে পাঠানো হবে।

নবদ্বীপ বলেন,সম্প্রতি আমি ভারতের তামিলনাড়ুতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে দেখেছি, সজনেপাতার ব্যাপক চাহিদা রয়েছে। শজনে ৫০ থেকে ৬০ রুপি ও পাতার কেজি ৩০ রুপিতে বিক্রি হচ্ছে। সজনেপাতার গুণাগুণ সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে। এ জন্য প্রথমে দুবাইয়ে এই পাউডার পাঠানো হচ্ছে। শুধু বিদেশে নয়, দেশের বাজারেও সজনেপাতার পাউডারের চাহিদা রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে ব্যবসায়ী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন কে বলেন,নেটে সার্চ দিয়ে দেখেছি বিভিন্ন দেশে সজনেপাতার পাউডার চড়া মূল্যে বিক্রি হয়।
সজনেপাতার পাউডারের ৫৭ থেকে ৫৮ ধরনের উপকারিতা রয়েছে। এক ছোট ভাই আছে, সে ১০০-এর মতো দেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে। স্যাম্পল হিসেবে মানসম্পন্ন কিছু পাউডার আগামী মাসে দুবাইয়ে পাঠানো হবে।

স্থানীয় কৃষকরা বলেন,আমরা সজনে উৎপাদন করে সেগুলো বাজারে বিক্রি করেছি। আর পাতা অনেকে রান্না করে খেয়েছে। তবে এবারই প্রথম দেখলাম নবদ্বীপ সজনেপাতা দিয়ে পাউডার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। তার দেখাদেখি আমরাও এটা করার চেষ্টা করব।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন বলেন, সজনে ও এর পাতায় পুষ্টিগুণ রয়েছে। এজন্য আমরা বারোমাসি সজনের ফলনের উদ্যোগ নিয়েছি।বারোমাসি সজনেগাছ লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করছি। সম্প্রতি তামিলনাড়ু থেকে ঘুরে এসে কৃষক নবদ্বীপ মল্লিক সজনেপাতার গুঁড়ো তৈরির উদ্যোগ নিয়েছেন। এটি অবশ্যই ভালো পদক্ষেপ। বিদেশে এই গুঁড়োর ভালো চাহিদা রয়েছে। তবে সেই দেশের গুঁড়োর দাম বেশি পড়ে।

নবদ্বীপ দুবাইয়ে যে গুঁড়ো পাঠাচ্ছেন,তা ২ হাজার টাকা কেজিতে। মূল্য কম থাকায় বাংলাদেশের সজনের গুঁড়ো বেশি বিক্রি হবে- যা বৈদেশিক মুদ্রা অর্জন ভূমিকা রাখবে। তিনি বলেন, নবদ্বীপ মল্লিক সজনেপাতার গুঁড়ো তৈরির পর অনেক কৃষক এটি করতে আগ্রহী। এর চাহিদা বাড়লে দেশীয় অর্থনীতিতে সজনেপাতার গুঁড়ো অবদান রাখবে।

এই কর্মকর্তা আরো বলেন, সজনেপাতা শুকিয়ে গুঁড়ো করার কারণে মানুষ এটি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে। এই পাউডার পানিতে দুই থেকে ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে পান করলে তার ক্লান্তি দূর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919