শেখ মাহাতাব হোসেন ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বী দের সবচেয়ে বড় উৎসব দূগা পূজা, এবারের পূজা উৎসব মেতে উঠে ব্যাপক উৎস ও উদ্দীপানের মধ্যে ঢাক ঢল আর গানের তালে মেতে উঠেছে পূজা মন্দির গুলো।
আইন শৃঙ্খলা সার্বিক নিরাপত্তার ভিতর দিয়ে পালন হচ্ছে খুলনা জেলার দূগা পূজা উৎসব,রবিবার অষ্টমীর সন্ধায় ডুমুরিয়া উপজেলার চুকনগর শ্রী শ্রী মাতৃমঙ্গল পূজা মন্দিরে পরিদর্শন করেন খুলনা রেঞ্জ ডি আই জি মঈনুল হক (পিপি এম) বার এই সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহম্মদ সাঈদূর রহমান (পিপিএম)বার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ রহমান ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,
রেঞ্জ ডি আই জি বলেন,সনাতন ধর্মাবলীদের জন্য দুর্গাপূজা হলো সব থেকে বড় উৎসব এই উৎসব আনন্দে ভিতর দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হবে এটাই প্রত্যাশা করি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীন বাংলাদেশের হিন্দু ও মুসলমান একে অপরের অসাম্প্রদায়িক চেতনার মধ্যে দিয়ে সম্পর্ক স্থাপন করে গিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন,আশুতোষ নন্দী চুকনগর বাজার কমিটির সভাপতি প্রহ্লদ ব্রহ্ম মন্দির কমিটির সভাপতি ও চুকনগর বাজারের বিশিষ্ট্য ব্যাবসায়ী জয়দেব আঢ্য আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে চুকনগর বাজারের বিশিষ্ট্য ব্যাবসায়ী জয়দেব মন্ডল,রতন ঘোষ,রনজিৎ দে প্রমুখ।