March 23, 2025, 6:05 pm
শিরোনামঃ
টেকনাফে বিজিবি সদস্য নিখোঁজ, চার রোহিঙ্গা’র মরদেহ উদ্ধার নওগার পোরশা উপজেলা ০৪নং গাংগুরিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফ শাহপরীর দ্বীপে যৌথ অভিযানে ৪০হাজার ইয়াবাসহ ৭আটক গনঅধিকার পরিষদের নাম ভাঙিয়ে আরমান ওরফে রাসেলের অপকর্মের শেষ কোথায় কুড়িগ্রামে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক যশোর শিক্ষা বোর্ডের :২৩ এস এসসি পরীক্ষা নীতিমালা প্রকাশ বিরলে আলোর দিশারী কুঞ্জ এর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচাল বন্ধ; জনদুর্ভোগ চরমে নড়াইলের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার আসামি গ্রেফতার শ্যামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ার অতি বর্ষনে হাজার মানুষ পানি বন্দি বের হয়ে গেছে কোটি টাকার মাছ

Reporter Name
  • Update Time : Friday, October 6, 2023,
  • 111 Time View

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাজার হাজার মানুষ ৩ দিনের ভারি বর্ষনের কারণে পানি বন্দি হয়ে পড়েছে। কোটি কোটি টাকার মাছবের হয়ে গেছে সবজি তলিয়ে গেছে।পানি নিষ্কাশনের নেই কোন সুব্যবস্থা।

পাউবো বলছে গবেষণা চলছে। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে ফ্লুইসগেট গুলোর কপাট বন্ধ রাখা ও বিল শিংগা খর্নিয়া সুইজ গেট,ও শোলমারি নদী ভরাট হযয়ে যাওয়ার কারণে পানি সরবরাহ না হওয়া এই জলবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ। ডুমুরিয়া উপজেলার চহেড়া, শিংগা,শৈলগাতিয়া,টিপনা,বালিয়াখালী,উখড়া, মেছাঘনা,হাসানপুর মিকশিমিয়,খর্নিয়া রানাই,রংপুর, রঘুনাথ কৃষ্ণনগর,রামকৃষ্ণপুর গজেন্দ্রপুর,শাহাপুর,দেডুলী সহ গুটুদিয়া ‘ইউনিয়নের লতা,খামারবাড়ি, আড়ঙঘাটা, পশ্চিম বিলপাবলা, বিলপাবলা, কুলটি,পঞ্চ,মির্জাপুর, খড়িয়া সহ প্রত্যন্ত গ্রামের মানুষ এই জলবদ্ধতার কবলে পড়বে বলে শঙ্কিত জীবন যাপন করছে। এসব এলাকায় মানুষের বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। এই জলবদ্ধতার কারনে হাজার হাজার একর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এই মৌসুমে এসব এলাকায় আমন ধান চাষ করা অসম্ভব হয়ে পড়েছে। চাষীদের মধ্যে দেখা দিয়েছে দূর্ভোগ। উৎপাদন কমে গিয়েছে সবজি জাতীয় কাচা মালের। নানা মুখি সংকটের আশংঙ্খায় ভুগছে এ অঞ্চলের হাজারো শ্রমজীবী পেশার মানুষ। জলবদ্ধতার কারণে এ এলাকায় বেড়ে গিয়েছে নানান পানিবাহিত রোগ। এ অঞ্চলের অর্থনীতি ও জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। এই বন্দিদশা থেকে মুক্তি চেয়ে এ অঞ্চলের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় জন প্রতিনিধিরা বলছেন এ সব এলাকার হাজার হাজার বিঘা জমিতে ধান ও সবজি চাষ ব্যহত হচ্ছে। পানি পঁচে ঘেরের মাছ ও শাক-সবজি গাছ মারা যাচ্ছে। এই জলবদ্ধতা নিরসনে জরুরী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা দেখা দিবে।

এ দিকে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন,এ মৌসুমে ৯ হেক্টর জমিতে আমন ও সবজি জায়তীয় কাচা মালের উৎপাদন কমেছে এবং কয়েক হেক্টর আবাদি জমি অনাবাদি জমিতে পরিনত হতে পারে।

এ বিষয়ে পাউবো বিভাগ-১ খুলনা এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন,জলবদ্ধতা নিরশনে আমাদের জরুরি প্রকল্পের খনন কাজ চলমান রয়েছে। যেহেতু নদী ভরাট হয়ে গিয়েছে সেহেতু স্থায়ী সমাধান কি হতে পারে সে বিষয়ে গবেষণা চলছে।
শেখ মাহতাব হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919