শেখ মাহতাব হোসেন :: ডুমুরিয়ার প্রাণিসম্পদ কাযর্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ প্রিয়াংকা কুন্ডুর পদ উন্নতি হওয়ায় বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এছাড়া প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এন এটিপি-২প্রকল্পের ডাঃ মোছাঃ মর্শিদা পারভীন, এন এটিপি-২প্রকল্পের ফিল্ড এ্যসিস্টান্ড মোঃ আল আমিন, কে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
রবিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা কুন্ডু, ডাঃ মর্শিদা পারভীন,ও মোঃ আল আমিন কে অফিস কার্যলয়ে ৩জন কর্মকর্তাদের কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।
ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদয়ী ভেটেরিনারি সার্জন ডাঃ প্রিয়াংকা কুন্ডু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এন এটিপি-২প্রকল্পের ডাঃ মোছাঃ মর্শিদা পারভীন, এন এটিপি-২প্রকল্পের ফিল্ড এ্যসিস্টান্ড মোঃ আল আমিন, চঞ্চল কুমার মন্ডল,মোঃ আনোয়ার হোসেন, আমজাদ হোসেন, বিন্দাবন,আশরাফুল আলম,ও মফিজুল ইসলাম প্রমুখ।
সকল সদস্যবৃন্দ তার স্মৃতিচারণ করে বক্তব্য তুলে ধরেন। এসময় তাদের কে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অফিস ষ্টাফরা।