শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:-সোমবার সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান,এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। আরও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ও উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,চেয়ারম্যান হুমায়ুন কবীর বুলু, শেখ দিদার হোসেন দিদার,গাজী তৌহিদ,গোপাল চন্দ্র দে প্রমূখ। আলোচনার শেষে একটি রেলি বের করে প্রধান প্রধান ফটক প্রদর্শন করে স্বাধীনতা চত্বরে এসে দিবসটির কার্যক্রম শেষ করা হয়।