শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:-
বৃহস্পতিবার( ৫ অক্টোবর )সকাল ১১টায় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে বাংলাদেশে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও হয়রানি থেকে মুক্ত কাজের বিশ্ব সহ শ্রমিকদের শ্রম অধিকারের প্রতি সম্মানের উন্নতি লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আউটরিচ রুপসা নির্রাহী পরিচালক হিরন্ময় মন্ডল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ডুমুরিয়া উপজেলা
নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডুমুরিয়খ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান,ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার,চেয়ারম্যান গাজী তৌহিদ,শুরন্জিদ বৈদ্য, গোপাল চন্দ্র দে,প্রজেক্ট লিগ্যাল কাউন্সিলর অ্যাডভোকেট পাপি ব্যানার্জি ,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,সিনিয়র প্রোগ্রাম অফিসার জাকিয়া পারভীন,রুপসা মনিটরিং অফিসার আজিজুর রহমান আইসিটি অফিসার অভিজিৎ বেপারী ও প্রজেক্টার কো অর্ডিনেটর দেবাশীষ দাস,ডুমুরিয়া উপজেলা বি আর ডিবি কর্মকর্তা মোঃ ইমাম হাসান,ডুমুরিয় উপজেলা মৎস্য ট্যাকনিক্যাল অফিসার প্রনোব কুমার দাস,উপ-ফলাফল পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য,জেন্ডারভিত্তিক সহিংসতা ও হয়রানি সহ শ্রমিকের ন্যায্য অধিকার পাওয়ার জন্য শ্রমিকরা যেন মালিকদের সাথে আলোচনা ও দরকষাকষি করতে পারে সেজন্য শ্রমিকদের সক্ষম করে তোলা হবে।
১ম ও ২য় বছরে স্থানীয় সরকার,প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ৩য় ও ৪র্থ বছরে মোট ৪টি সভা আয়োজন করতে হবে ঘেরমালিক ও ব্যবস্থাপনার ব্যক্তিবর্গকে নিয়ে। মোট অংশগ্রহণকারী হবে ৩০ জন। সভার ফোকাস বিষয় হবে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং শ্রমিক অধিকার। শ্রমিক-ব্যবস্থাপনা কর্মকর্তাদের অংশগ্রহণে যৌথ সভা
৩য় ও ৪র্থ বছরে মোট ৪টি সভা আয়োজন করতে হবে শ্রমিক-ব্যবস্থাপনা কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে।মোট অংশগ্রহণকারী হবে ৩০ জন। ইউপি মেম্বার,মাছের ঘের মালিক ও শ্রমিক সহ গন্যম্যান ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।