শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
বিশ্ব হাত ধোয়া দিবস। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন রাইট টু গ্রো দিহাঙ্গার প্রজেক্টের অফিসার মোঃ মেহেদী হাসান,দি হাঙ্গার প্রজেক্ট এর মোঃ মিল্টন আলম,ইসলামিক ডিলিট বাংলাদেশের প্রকল্প ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম পলাশ কুমার সাহা,মহম্মদ নুরুল ইসলাম সরকার,মোঃ আনোয়ারুল ইসলাম,বিনাব্রতা, মুন্নজান বেগম,চন্দনা,শিক্ষক আনারুল কবির প্রমুখ একটি বিশাল রেলি ডুমুরিয়া উপজেলা পরিষদ থেকে বের করে ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া অফাসার্স ক্লাবের সামনে শেষ করেন দিবসটির সূচনা ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা,প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।