শেখ মাহতাব হোসেন খুলনা প্রতিনিধি:- কৃষিজপণ্য উৎপাদনে এসিআই ফার্টিলাইজার-এর পণ্যগুলি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এর মতো পণ্য নিয়ে কাজ করছে। ফল-ফসল ও সবজি বৃদ্ধির সময় যে সমস্ত ট্রাইকো কম্পোস্ট, জিপসার, সালফোকিং , কুইজ পটাশ, হিউমি ষ্টারও বাম্পার ফলন প্রয়োজন হয় তার সবকিছুই কৃষকদের মাঝে নিশ্চিত করছে এসিআই ফার্টিলাইজার।শনিবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা মডেল স্কুল মিলনায়তনে ডিলার,রিডিলারেদ সাথে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন,ডুমুরিয়া মেসার্স কৃষি ভান্ডারের এম ডি সরদার মনিরুজ্জামান সরদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি আই ফার্টিলাইজার কোম্পানির ম্যানেজার মোঃ জিল্লুর রহমান খান,এসি আই ফার্টিলাইজার কোম্পানির সিনিয়র এরিয়া ম্যানজার কায়ছার পারভেজ,এসি আই ফার্টিলাইজার কোম্পানির টেরিটোরিফ খুলনা শাহিন কবির প্রমুখ।। ডুমুরিয়া উপজেলার ৪৫ জন রিটেইলার নিয়ে এসি আই ফার্টিলাইজার কোম্পানির গুনাগত মানসম্পকে দিন ব্যাপী আলোচনা করা হয়।