কিশোরগঞ্জ প্রতিনিধি :: গুনধর ইউনিয়ন যুবলীগ আর যুগ্ম সাধারণ সম্পাদক (১)আবুল বাশার (৪০) পিতা মৃত আলী হোসেন উরফে হাসু মিয়া গ্রাম খয়রত থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ ( ২) তানবির হাসান পিতা ওহেদ আলী গ্রাম গাগড়া থানা মিটামইন জেলা কিশোরগঞ্জ।
অজ্ঞান পার্টির মূল হোতা। গত সোমবার সন্ধ্যার সময় নৌকা কিনা বেচার কথা বলে মোঃ সামসু মিয়া (৫৫) পিতা মৃত মতলব আলী গ্রাম কেওয়ারজুর থানা মিটামইন নৌকা ব্যবসায়ীদের কে অজ্ঞান করে নগত ৫৮ হাজার টাকা ও মোবাইল লোড করে মরিচ খালি বাজারে বালুর মাঠে ফেলে যায়।