December 9, 2024, 5:04 am

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Reporter Name
  • Update Time : Thursday, August 29, 2024,
  • 23 Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে রানীশংকৈল উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আমন্ত্রিত ছিলেন সেনাবাহিনীর কর্মরত ক্যাপ্টেন আনান, রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদিদ বিন নূর (আলিফ) রাণীশংকৈল উপজেলা উপজেলা জামায়াতে ইসলামির আমির রজব আলী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক মো: বিপ্লব, মাহাবুব আলম সহ ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

সভায় বক্তারা রানীশংকৈল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সেবন পৌর এলাকায় যানজট, ফুটফাট দখল, সন্ত্রাস, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্যে আইন শৃঙ্খলার দিক তুলে ধরেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রসঙ্গ, সাম্প্রতিক সময়ে সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা ছিল ব্যতিক্রম।

বিশেষ করে এ জনপদে সেনা মোতায়নের পর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বিষয়ে সবাই সন্তোষ প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919