জামাল উদ্দীন :: কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৩ অপহরণকারী আটক ও ২ ভীকটিম উদ্ধার হয়েছে।
২৬ নভেম্বর সকাল ১০ টা ৪০ মিনিটের সময় টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নির্দেশে এস আই(নিঃ) সনজীব কুমার পাল সঙ্গীয় মোবাইল টীমের-৭ ডিউটির অফিসার এসআই(নিঃ) ননী বড়ুয়া ও ফোর্সের সহায়তায় টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাঠ পাড়ার মুখে পাহাড়ে অভিযান পরিচালনা করে অপহরণচক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
অপহরণকারীদের হেফাজত হতে ০২ জন ভিকটিম উদ্ধার করা হয়।
গত ২৫ নভেম্বর, সকাল অনুমান: সাড়ে ৯টার দিকে টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের পশ্চিমে মাঠ পাড়া রাস্তার মাথায় সড়কের উপর হইতে অজ্ঞাতনামা ০৩ জন যাত্রী রোহিঙ্গা নাগরিক অপহরণের ঘটনায় টেকনাফ থানার মামলা নং-৭৭/৬৮২, তারিখ- ২৬ নভেম্বর, ২০২৪ ইং, ধারা- 365/34 The Penal Code, 1860 রুজু করা হয়। মামলাটি রুজু হওয়ার পর টেকনাফ থানার এসআই(নিঃ) সনজীব কুমার পালকে মামলাটি তদন্তভার অর্পন করা হয়।
এসআই(নিঃ) সনজীব কুমার পাল মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় মোবাইল-৭ ডিউটির অফিসার এসআই(নিঃ) ননী বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাঠ পাড়ার মুখে পাহাড়ে অভিযান পরিচালনা করে স্থানীয় জনগণের সহায়তায় অপহরণকারী ১। সাইফুল (২২), পিতা-নুরুচ্ছালাম প্রকাশ রং মিস্ত্রী নুরুল ইসলাম, মাতা-তৈয়বা খাতুন, সাং-পুরান পল্লান পাড়া, ৪নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মরিয়ম (৫০), স্বামী-কবির, ৩। নছিমা আক্তার(৩০), স্বামী-রবিউল, উভয় সাং-মাঠ পাড়া, ০৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, দের গ্রেফতার করেন। সেই সময় অপরাপর অজ্ঞাতনামা আসামীগণ পালিয়ে যায়।
উক্ত স্থান হতে অপহৃত ভিকটিম ১। শামসু (৫০), পিতা- আবুল বাশের, মাতা-ছলেমা খাতুন, সাং-বালুখালী ক্যাম্প, ক্যাম্প-এফডব্লিউ, ব্লক নং-৪২, ২। আনিসুল আলম (২৮), পিতা-আব্দু শুক্কুর, মাতা-হাফেজা খাতুন, সাং-বালুখালী ২, ক্যাম্প -১১, উভয় থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদ্বয় কে উদ্ধার করা হয়। অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।