জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার টেকনাফ ১২ডিসেম্বর দুপুর সোয়া ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ যানবাহন যোগে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের হোয়াইক্যং এবং দমদমিয়া চেকপোস্টে দায়িত্বরত জওয়ানদের সর্তক করে তল্লাশী জোরদার করা হয়।
হোয়াইক্যং হতে মরিচ্যাগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা চালক উখিয়া উপজেলার মরিচ্যাপালং হালুকিয়া গ্রামের আবুল খাইরের পুত্র শাহাবুদ্দিন (৩০) কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। পরে চালকের স্বীকারোক্তিতে সিএনজির সামনের গ্লাসের উপরে বক্সের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থা হতে ৯হাজার ৮শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিও আটক করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ (পিএসসি) জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।