মিলন কবির,স্টাফ রিপোর্টার:
মারিয়া নামের এক (১৮ মাস) বয়সি শিশু নিখোঁজ হয়েছে।নিখোঁজ মারিয়া ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামের মহিনুর ইসলামের মেয়ে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দেউলী দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা গেছে,মারিয়া নিখোঁজের কিছুক্ষণ আগে দুইটা ছেলে বাড়িতে ঢুকে চাল সাহার্য্য চাচ্ছিল।
আমরা তখন রাগ করে বলি আমাদের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না আর অপনারা চাউল মারাতে এসেছেন।এই কথা শুনে উনারা বলে আপনাদের বাচ্চার কিছু হবে না! এক মহিলার কোলে বাচ্চা ঘুমায় আছে।এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন অনেক খুঁজা খুঁজির পরে বাচ্চা না পাওয়া গেলে ঝিকরগাছা থানায় একটা অভিযোগ দায়ের করা হলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ ছুটে আসেন।
এরপর ঝিকরগাছা থানার (ওসি )সুমন ভক্ত ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষনিক ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবুরী দল এসে বেতনানদীতে অভিযান কাজ পরিচালনা করেন।গতকাল সন্ধ্যা থেকে আজঅবধি নিখোঁজ মারিয়ার কোন খোঁজ মেলেনি।তবে এই অভিযান কাজ আজ সন্ধা পযর্ন্ত চলবে বলে জানান,ঝিকরগাছা স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী।
এবিষয়ে জানতে চাইলে ৯ নং দেউলী ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন কবির বলেন,আমরা ঘটনাটি জানতে পেরে গতকাল থানায় অভিযোগ করি।তারপর থেকে প্রশাসনের সহযোগিতায় একরপর এক অভিযান চলছে।কিন্তু এখনও পযর্ন্ত কোন সন্ধান পাওয়া যাইনি মারিয়ার।এবিষয়ে পুলিশের অভিযান চলমান আছে।
তবে স্থানীয়দের ধারনা বাচ্চাটি চুরি হয়েছে।এবিষয়ে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।