১৬ অক্টোবর ২০২৩,সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে সুনামগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ১৬ অক্টোবর ) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু,সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির কার্যকারি সদস্য শাহ্ জাহান চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি প্রতিনিধি মাসুক মিয়া,রেজাউল করিম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাইদ রাহাত,ক্রীড়া সম্পাদক মনোয়ার চৌধুরী,দপ্তর সম্পাদক ইমরান হোসেন, মিল্লাত আহমদ,রুহুল আমিন,নাদের আহমদ,মোশারফ হোসেন লিটন,আজহারুল আলম শিপু ও শাহরিয়ার বাপ্পী।