১৬ অক্টোবর,২০২৩ নিউজ ডেস্ক:- বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বেসামরিক সকল জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন,ইসরাইল ও হামাসের মধ্যকার এই যুদ্ধ কেবল ধ্বংস ও ভয়াবহতাই নিয়ে আসবে।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস রোববার ইসরাইলি হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেছেন,এই যুদ্ধে নিরীহ বেসামরিক ফিলিস্তিনি ও নিষ্পাপ শিশুরামারা যাচ্ছে।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে প্রচারিত মন্তব্যে আধানম বলেছেন,কতো দ্রুত লক্ষ লক্ষ লোকের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এই সংঘাত তারই এক ভয়াবহ স্মারক।
বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ সম্মেলনে ম্যানিলা থেকে একথা বলেন টেডরস। তিনি বলেন,যুদ্ধ ধ্বংস ও ভয়াবহতা ছাড়া কিছুই বয়ে আনে না।
গত শনিবার ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায় এবং ১৫৫ ইসরাইলিকে জিম্মি করে। এর একদিন পর রোববার থেকে ইসর্ইাল গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এতে অন্তত দু’হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে নিরীহ বেসামরিক নাগরিক ও নিষ্পাপ শিশুরাও রয়েছেন।
টেডরস বলেছেন,ডব্লিওএইচও হামাসকে বেসামরিক জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে এবং আমরা বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য সুবিধার সুরক্ষার জন্যে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি।