৩০ অক্টোবর ২০২৩,নীলফামারী প্রতিনিধি :- নীলফামারী জলঢাকায় শিমুলরাড়ি বঙ্গবন্ধু সরকারি কলেজে ডিগ্রী প্রথম বর্ষের ফরম পুরনে জোর করে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেছে ওই কলেজের অফিস সহকারী আলমগীর হোসেন ফরম পুরনের জন্য ২৫০০ টাকা করে নিচ্ছেন। যে শিক্ষার্থী পুরো টাকা দিতে পারছেন না তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সরকারি প্রজ্ঞাপন এবং বিভিন্ন সূত্রে জানা গেছে বোর্ড ফি ৮০০ টাকা,কেন্দ্র ফি ৪৫০ টাকা ও অন্যান খরচ সহ প্রায় পনেরো শত টাকা ফরম পুরন করার নিয়ম থাকলেও শিমুলবাড়ি বঙ্গবন্ধু সরকারি কলেজে অধ্যক্ষের নির্দেশে ২৫০০ টাকা করে নেয়া হচ্ছে। এ কারণে অনেক গরীব শিক্ষার্থী এখোনো ফরম পুরন করতে পারেনি। এতো টাকা দিয়ে ফরম করতে পারবেনা বলে জানিয়েছেন অনেক শিক্ষার্থী । প্রায় ৩০ কিঃ মিঃ দুর হতে এসে সাখাওয়াত নামের এক ছাত্র ২৫০০ টাকা দিতে পারেনি তাকে ফরম না করেই ফেরত দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন সরকারি কলেজে লেখা পড়ার খরচ কম হবে এটাই জানি কিন্তু জামাতি ( জামায়াতের সমর্থক ) প্রিন্সিপাল উল্টাপাল্টা ভাবে চালাচ্ছে। অন্যান কলেজের থেকে এখানে বেশি টাকা নিচ্ছে ফরম পুরন করার জন্য। কলেজের নাম বঙ্গবন্ধু অথচ চালাচ্ছে জামাতি। অফিস সহকারী আলমগীর হোসেন জানান এখন পযর্ন্ত ৪০ জন শিক্ষার্থী ফরম পুরন করেছে। টাকার বিষয় জানতে চাইলে বলেন আমরা সব মিলিয়ে ২৫০০ টাকা চাচ্ছি। কেউ কেউ কম দিচ্ছে। শিমুলবাড়ি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন ভর্তি আর ফরম পুরনের বিষয় ছাড়া অন্য কথা থাকলে বলতে পারেন। আমাদের দরকার হয়েছে তাই নিয়েছি। আপনারা এ বিষয়ে যা ইচ্ছে লিখতে পারেন। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন আমি এ বিষয়ে সংশ্লিষ্ট নই। উপজেলা নির্বাহী অফিসার ও ওই কলেজের সভাপতি ময়নুল ইসলাম বলেন এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেয়া হবে। এ বিষয়ে রংপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।