কে এম শহীদুল সুনামগঞ্জ প্রতিনিধি:-আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে বর্তমান সরকারের উন্নয়নের রুপ কথা নিয়ে সরকার দলীয় প্রার্থীদের প্রচার প্রচারণা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানাচ্ছেন নেতা কর্মীসহ মনোনয়ন প্রত্যাশীরা।
বিএনপি,জামাত ও দেশ বিরোধী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে এবং শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মধ্য নগর উপজেলায় ২১ সেপ্টেম্বর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে এমপি প্রার্থী সেলিম আহমদের ডাকে হাজার হাজার মানুষের উপস্থিতি ও সমাগম হয়। মধ্য নগর উপজেলার বাজারের প্রতিটি কানায় কানায় ভরে উঠে সেলিম আহমদের অনুসারীদের উপস্থিতি।তাদের প্রিয় নেতা এমপি প্রার্থী সেলিম আহমদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রুপকথা শুনতে খন্ড খন্ড গ্রাম থেকে ছুটে আসেন মিছিলে মিছিলে নারী পুরুষসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সকাল থেকে খন্ড খন্ড মিছিলে নৌকার মাঝি হিসেবে সেলিম আহমদকে দেখতে চাই শেখ হাসিনার নিকট এমন দাবী জানিয়ে মিছিলে মিছিলে আসতে থাকেন সাধারণ মানুষেরা। বেলা ১২ টার দিকে হাজার হাজার মানুষের উপস্থিতি হয় মধ্য নগর বাজারে। সমাবেশে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এসময় হাজার হাজার মানুষের ভালবাসায় আবদ্ধ হন এমপি প্রার্থী সেলিম আহমদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম আহমদ প্রায় ঘন্টা খানেক তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রুপকথা, উন্নয়নের চিত্র, মুক্তিযোদ্ধের চেতনা, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় রাখার জন্য উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানান।