মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী :: ২৭ নভেম্বর (বুধবার) সকালে পাবনা শিল্পকলা মিলানায়তনে পাবনা জেলা প্রশাসকের আয়োজনে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় জেলা প্রশাসক মফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দেওয়ান, গণঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টার ।
স্মরণ সভায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের পক্ষে বক্তব্য দেন গণঅভ্যুত্থানে আহত অনিম হাসান সাব্বির, ছাত্র সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব সহ নিহত ও আহতদের স্বজনেরা।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার স্বামী বলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত নিহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।