২৮ আগষ্ট ২০২৩ সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রজাতির ১ লক্ষ ১৯ হাজার ৫শ ২৯টি ফলজ ও বনজ চারাগাছ রোপন করা হয়েছে। মঙ্গলবার গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখায় বৃক্ষ রোপন কর্মসূচি সফল করার লক্ষ্যে এবং গ্রামীন ব্যাংকের সদস্যদের মধ্যে চারা বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন, জোনাল অডিট অফিসার মোঃ নজরুল ইসলাম সরকার,প্রশিক্ষনার্থী জোনাল ম্যানেজার বাবুল মিয়া, জগন্নাথপূর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়, জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, নবাগত শাখা ব্যবস্হাপক প্রদীপ চন্দ্র সরকার সহ প্রমুখ।
বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট কারো রাতে কিছু বিপদগামি সেনা অফিসার ও স্বাধীনতা বিরোধীদের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির পিতাসহ তার পরিবারের সকল সদস্যরা। ঐদিনের কালো রাতে বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে থাকায় প্রাণে বেচেঁ যান। ঐদিনের কালো রাতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গ্রামীণ ব্যাংকের সহকর্মীবৃন্দ , বিভিন্ন কেন্দ্রের সদস্যগণ, এলাকার বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন । পরে জগন্নাথপুর শাখার বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।