জাতিসংঘ,৬ নভেম্বর,২০২৩ নিউজ ডেস্ক:- চীন ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রুদ্ধদ্বার বৈঠকের অনুরোধ জানিয়েছে। একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা তাস’কে এ কথা জানিয়েছে। সূত্র আরো বলেছে,চীন ও সংযুক্ত আরব আমিরাত সোমবার এই বৈঠক আয়োজনের জন্যে অনুরোধ জানিয়েছে। নিরাপত্তা পরিষদ বিশেষকরে গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে এবং আল শিফা হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স বহরের ওপর হামলার বিষয় নিয়ে আলোচনা করবে। নিরাপত্তা পরিষদ গতমাসে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত চারটি খসড়া প্রস্তাবের একটিও পাশ করতে পারেনি। নিরাপত্তা পরিষদের অস্থ্য়াী ১০ সদস্য রাষ্ট্র বর্তমানে নিজেরাই একটি খসড়া প্রস্তাব তৈরি করছে যেখানে পূর্ববর্তী প্রস্তাবের শর্তগুলো অন্তর্ভূক্ত করা হবে বলে ধারনা করা হচ্ছে।