১৬ সেপ্টেম্বর ২০২৩,নোয়াখালী প্রতিনিধি:-নোয়াখালীর চাটখিলে এক মুয়াজ্জিনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার প্রতিবাদে এবং মুয়াজ্জিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী তাবিজ ব্যবসায়ী এহসান উল্লাহর শাস্তির দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন করেছে। কড়িহাটি দক্ষিণ জামে মসজিদের মুসল্লীগণ মানববন্ধনে অবৈধ তাবিজ ব্যবসায়ী এহসান উল্লাহর বিভিন্ন অপকর্ম তুলে ধরে প্রশাসন কে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান। গত শুক্রবার মানববন্ধনে বক্তরা আরো বলেন,কড়িহাটি দক্ষিণ জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কিবরিয়া ও মসজিদ কমিটির সভাপতি – সাধারণ সম্পাদকের নামে অবৈধ তাবিজ ব্যবসায়ী মসজিদের অর্থ আত্মসাৎ করার মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে। মামলা তদন্তকালে অভিযোগের স্বপক্ষে অবৈধ তাবিজ ব্যবসায়ী এহসান উল্লাহ কোন সাক্ষ্য প্রমান উপস্থাপন করতে পারেনি। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো:কবির হোসেন ঐ মামলা থেকে মুয়াজ্জিন গোলাম কিবরিয়া সহ মামলার অপর দুই বিবাদীকে মামলা থেকে অব্যাহতি দিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত ০৬) আদালতের চলতি বছরের জুন মাসের ১৭তারিখ সুপারিশ জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে মুয়াজ্জিন গোলাম কিবরিয়া কে কড়িহাটি দক্ষিণ জামে মসজিদ থেকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে মুয়াজ্জিন গোলাম কিবরিয়ার মুক্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে শনিবার দুপুরে যোগাযোগ করলে তিনি জানান,আমরা মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগে কাউকে গ্রেফতার করিনি।তবে গোলাম কিবরিয়া ওয়ারেন্টভুক্ত আসামি ছিলো তাই তাকে পুলিশ গ্রেফাতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।