নোয়াখালী প্রতিনিধিঃ – চাটখিল উপজেলা পরিষদ এলাকার সংরক্ষিত সড়কে এক পাগলা কুকুরের কামড়ে ৬ পথচারী আহত হয়েছে। আহতরা হচ্ছে বাবুল পাটোয়ারী (৬৯),আরিফুল ইসলাম (২১),আবদুল বারেক (৩৩),তীর্থ মজুমদার (০৮),রুবেল (৩২) ও ইছাক করিম (১২)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। বিষয়টি রবিবার (২৭ আগস্ট) বিকেলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ সুবল চন্দ্র পাল।
এই ঘটনায় চাটখিল পৌর বাজারের ব্যবসায়ী,স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে অনেকেই জানান,দীর্ঘদিন পৌর শহরে কুকুর নিধন না করায় পৌর এলাকায় কুকুরের উৎপাত বেড়ে গেছে। দিনে-রাতে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। তাই তারা দ্রুত পৌর কর্তৃপক্ষকে কুকুর নিধনের ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছেন।