এম আর রানা :: কলারোয়া চন্দনপুরে জাতির জনকের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত। মঙ্গলবার সকাল ১১ টায় চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ভবনে, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আনসার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডালিম হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানা, সিনিয়র শিক্ষক বাবু অলোক কুমার ঘোষ, মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ রিপন। জোহর নামাজ বাদ রামভদ্রপুর মোকসেদ আলী মন্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সাবেক কৃষক লীগ নেতা ডা: মাসুদ রানা, মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হারিস মোহাম্মদ পরশ, ও মাওলানা মহিউদ্দিন, দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আলেক।চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ,ও ছাত্রলীগের সম্মিলিত আয়োজনে,চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। চন্দনপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা ডালিম হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ রুস্তম আলী, জেলা কৃষক লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোস্তফা হাসান মাসুদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল মমিন মিঠু, ইউপি সদস্য প্রবাষক আবু জাফর, মাস্টার ইলিয়াস আলী, সাবেক কৃষকলীগ নেতা মাসুদ রানা, সাবেক যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, গয়ড়া বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক।