বাবলু বড়ুয়া:-নগরীর দামপাড়া পুলিশ লাইনস কনফারেন্স হলে ২৯ আগষ্ট মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ কমিশনারগণের ০৩ (তিন) দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সের বিশেষ ব্রিফিং করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার।
ব্রিফিং এ তিনি মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি সিএমপি’তে সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি কর্ম ব্যবস্থাপনা ও কর্ম প্রক্রিয়া এবং প্রতিনিয়ত করণীয় ও বর্জনীয় সম্পর্কে নির্দেশনা দেন তিনি।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।