সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- অদ্য ১৬/০৮/২০২৩ ইং তারিখ এ সুনামগঞ্জ জেলার, সদর উপজেলার , গৌরারং ইউনিয়ন এ ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এর উদ্যোগে এবং ডাচ্ বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। চক্ষু ক্যাম্প এ মোট ১৭৫ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ৬৫ জন ছানী রোগীকে অপাশেনের জন্য বাচাই করা হয়। উক্ত ক্যাম্প এ উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংক এর ব্যবস্থাপক জনাব মুহাম্মাদ গোলাম আজাদ। ভার্ড প্রধান কার্যালয়ের উপ- পরিচালক জনাব কামরুল হাসান চৌধুরী ও গৌরারং ইউনিয়ন সচিব জনাবা তানজিনা আক্তার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অতিথিগণ এ ধরনের মহতি উদ্যোগের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল এবং ডাচ্ বাংলা ব্যাংক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেন।