মোঃ আলী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-৫ আগস্ট বিকাল তিনটায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল নোয়াগাঁও ইউনিয়নের চৌরাগোদা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।
উক্ত নোয়াগাঁও ইউনিয়নের মহিলা সংরক্ষিত আসনের ১.২.৩. নং ওয়ার্ডের মেম্বার,মোসাঃ নাদিরা বেগম এর উদ্যোগে এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় এই সময় উপস্থিত ছিলেন,জাহিদুল হক,
মারাজ মিয়া ইউপি সদস্য ৮নং নোয়াগাঁও,
নুরতাজ মিয়া,ইউপি সদস্য ৮নং নোয়াগাঁও,
দেওয়ান আলী , ইউপি সদস্য ৮নং নোয়াগাঁও।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লাঠি খেলোয়াড়রা তাদের অঙ্গ ভঙ্গিতে খেলা প্রদর্শন করেন,
পরে খেলোয়াড়রা বলেন লাঠি খেলা আমাদের সরাইলের ঐতিহ্যবাহী একটা খেলা,যা এখন বিলপ্তির পথে তাই নতুন প্রজন্মকে শিখিয়ে যাব, যাতে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা টিকিয়ে রাখতে পারে, সেই জন্য আমরা লাঠি খেলার আয়োজন করেছি,যা যোগ যোগ ধরে লাঠি খেলা চলমান থাকে বলে আশা করেন তারা।