শ্রীপুর প্রতিনিধি,আতিকুল ইসলাম পরান:- গ্রামীণ ব্যাংক এর প্রধান কার্যালয়ের উদ্যোগে সারাদেশে ২৫৬৮ টি শাখা অফিসের মাধ্যমে প্রতিবছর বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংকের সম্মানিত সদস্যদের মাধ্যমে সারাদেশে ২০ কোটি বনজ ও ফলজ বৃক্ষ রোপনের টার্গেট গ্রহণ করা হয়েছ। ১লা মে ২০২৩ ইং হইতে এই কর্মসূচি শুরু করা হয়েছে, এই কর্মসূচি চলবে ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ পর্যন্ত। তাই ১৮ ই জুন হইতে ২৪ ই জুন ২০২৩ পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃক বৃক্ষ রোপন সপ্তাহ ঘোষণা করা হয়। তারই অংশ হিসাবে গাজীপুর জোন শ্রীপুর এরিয়ার শ্রীপুর শাখায় ২৫০০ জন সদস্যদের মধ্যে গাছের চারা বিতরন করেছে। এই বছর গাজীপুর জোনের লক্ষমাত্রা ৫২২১৮১০ টি বৃক্ষ রোপন করা হবে বলে জানাযায়। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপন করার জন্য সদস্যদের উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন, গাজীপুর জোনের জোনাল ম্যানেজার জনাব, ফারুক আহম্মেদ। এই সময় আরও উপস্থিত ছিলেন, জোনাল অডিট অফিসার জনাব মোঃ আব্দুল হালিম,এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ মাহবুবুল হাসান, শখা ব্যবস্থাপক জনাব মোঃ হুমায়ুন কবির সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সকলকে বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সকলকেই সচেতন করা হয়। আর সেই সাথে গাছের উপকারিতা সম্পর্কে সবাইকে ধারনা দেওয়া হয়।