৩০ আগস্ট,২০২৩ নিউজ ডেক্স:- গ্যাবনের প্রেসিডেন্ট আলী বোঙ্গো ওন্দিম্বা শনিবারের নির্বাচনে ৬৪.২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে পুন:নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন। জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে গ্যাবন নির্বাচন কেন্দ্রের চেয়ারম্যান মিশেল স্টিফেন বন্ডা বলেন,প্রথম দফার ভোটে বোঙ্গো তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসাকে পরাজিত করেন। এ দফার নির্বাচনে ওসা ৩০.৭৭ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ৫৬.৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।