December 8, 2024, 3:19 am
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন সামাজিক সম্প্রীতির সভা

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনাক্রান্ত অজ্ঞাত পুরুষ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, পুলিশের হেফাজতে দাফন

Reporter Name
  • Update Time : Tuesday, September 3, 2024,
  • 20 Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :: গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চর পাথালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে গত ০৬/০৮/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ৯টা পিকআপ গাড়ির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

সড়ক দুর্ঘটনার মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাতনামা পথচারী পুরুষ (৬০) দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এর সদস্যদের মুঠোফোনে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়।পরবর্তীতে সড়ক দুর্ঘটনা আক্রান্ত মোটর সাইকেল আরোহি ও আক্রান্ত পথচারীকে এ্যাম্বুলেন্সে করে তাদেরকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ নিয়ে যায়।

পরে আরোহী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। দুর্ঘটনার শিকার অপর ব্যক্তি অজ্ঞাতনামা পুরুষ (৬০) চিকিৎসাধীন অবস্থায় ইং ২৩/০৮/২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন ।

হাসপাতাল কর্তৃপক্ষ ব্যপারটি গোপালগঞ্জ সদর থানায় জানালে এস,আই (নিঃ) মো. মোকাররম হোসেন লাশের সুরতহাল রিপোর্ট প্রেরণ করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। ময়না ময়নাতদন্ত শেষে মৃতদেহ গোপালগঞ্জ পৌরসভার মাধ্যমে সৎকারের ব্যবস্থা করেন।

সদর থানার এসআই (নিঃ) মো. মোকাররম হোসেন এ বিষয়ে বাদী হয়ে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ থানা, মামলা নং ২৪ তারিখ ২৬/০৮/২০২৪ ইং, ধারা- ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ রুজু করেন। পরবর্তীতে এই মামলার তদন্তভার এসআই(ওসি) মো. মারুফুল হককে দেওয়া হয়। উক্ত নাম পরিচয়হীন মৃত ব্যক্তির কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই।

যদি কোন ব্যক্তি এই মৃত ব্যক্তির পরিচয় জানেন বা চিনতে পারেন তাহলে এস,আই (নিঃ) মোঃ মারুফুল হক, মোবাঃ ০১৭২৭-১২২৪২২ নাম্বারে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের রেকর্ড মোতিাবেক মৃত ব্যাক্তির বিবরনীতে পাওয়া যায়, তার গায়ের রং শ্যামলা, পরনে ছিণ জলপাই রঙের হাফ প্যান্ট, উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি, মুখমণ্ডল লম্বা আকৃতির ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919