২৫ সেপ্টেম্বর ২০২৩,এইচ এম আবুল বশার গোপালগঞ্জ :গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে ঘোষগাতী দীঘারকুল বেপারীপাড়ায় বেদে জনগোষ্ঠীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন।
আজ বুধবার সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেপারিপাড়ায় প্রায় শতাধিক বেদে জনগোষ্ঠীর মাঝে উত্তরণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইউনিয়নের চেয়ারম্যান শেখ মঞ্জু এই বস্ত্র বিতরণ করেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো,মহসিন উদ্দিন। গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান এএসআই আসাদুজ্জামান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিজয় সরকার এ সময় প্রধান অতিথি বলেন,আমি উত্তরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা অতিরিক্ত আইজিপি ও ডিএমপির কমিশনার,হাবিবুর রহমান স্যার কে ধন্যবাদ জানাই ও তার দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশে অবহেলিত বেদে জনগোষ্ঠীদের পাশে তিনি দাঁড়িয়েছেন। যাহা ইতিহাসের পাতায় লেখা থাকবে।