December 8, 2024, 3:14 am
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন সামাজিক সম্প্রীতির সভা

গাজীপুর-৩ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে,ইকবাল হোসেন সবুজ

Reporter Name
  • Update Time : Thursday, September 14, 2023,
  • 37 Time View

এনামুল হক,স্টাফ রিপোর্টার:-গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ ইকবাল হোসনে সবুজ।জননত্রেী শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে কাজ করছি দলমত নির্বিশেষে সবাই এখন উন্নয়নের সফল ভোগ করছেন। নির্বাচনের সময়ে প্রতশ্রিুত দিয়েছিলাম,তার প্রায় শতভাগ পূরণ করেছি কথাগুলো বলছিলেন গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ ইকবাল হোসন সবুজ।

বর্তমানে গাজীপুর জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসন সবুজ ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি উপজেলা দৃশ্যমান উন্নয়ন করেছেন। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, সেতু কালভার্টসহ এলাকার উন্নয়ন নিয়ে অনেক কাজ হয়েছে।

দায়িত্ব পালনের চার বছর নিজের সফলতার কথা জানাতে দৈনিক শেষ সংবাদ পত্রিকা প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য মো:ইকবাল হোসন সবুজ। তিনি বলনে,দায়ত্বি পালনের পর থেকে উন্নয়নমূলক কাজে আমার আন্তরিকতার কমতি নেই। শ্রীপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছি। এলাকার উন্নয়নে বাস্তবায়ন করা হয়েছে ৩৬৩.৬৫২৬ কোটি টাকার প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তাঘাট,স্কুল,কলেজ,মাদরাসা,মসজিদ,মন্দরি,হাসপাতাল,সেতু হাটবাজর,মুক্তিযোদ্ধা নিবাস,ভূমি অফিস ভবন নির্মাণ,খাল খনন,পানি ব্যবস্থাপনা।

শ্রীপুরকে একটি আধুনিক মানবিক উপশহর গড়ার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা নিয়ে উপজেলাকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত করছি। মাদক বিক্রেতা এবং ইভটিজারদের প্রতিহত করতে জনসচেতনতা বাড়াতে সভা-সমাবেশ করছি। উপজেলায় এখন সন্ত্রাস নেই বললেই চলে । শিক্ষিকও শিক্ষার্থীদের উপস্থতি নিশ্চিত করতে শিক্ষা প্রতষ্ঠিানগুলোর প্রধানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি কৃতী শিক্ষার্থীদরে পুরস্কৃত এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দিচ্ছি।

তিনি বললেন,একটি সুপরিকল্পিত আধুনকি মানবিক উপশহর গড়ার লক্ষ্যে উপজেলার সমস্যা সমাধানরে উদ্যোগ নিযেছিল গত চার বছরে উপজেলার পরষিদ কর্তৃক ৩৩.৫৬৮৯ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে প্রকল্পগুলোর মধ্যে উন্নয়ন তহবিল থেকে ২৯.৭২৫২ কোটি টাকায় ১৪২৭টি রাজস্ব তহবিলের ০.৪০৪৫ কোটি টাকায় ১০টি এবং এডিপি তহবিলের ৩.৪৩৯২ কোটি টাকায় ১৭১টি রাস্তার উন্নয়ন করা হয়েছে।

অপরদিকে এলজিইডি কর্তৃক ৩৩০.০৮৩৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এদের মধ্যে১০১.৮৫৬৮ কোটি টাকায় ১৪৬.৩২ কি মি রাস্তা মেরামত ১৪৩.১২০৮ কোটি টাকায় ৯৯.৬৮ কি মি রাস্তার উন্নয়ন,৪৭.২৯২৩ কোটি টাকায় ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নর্মিাণ,৩৩.৭১৭১ কোটি টাকায় ৭টি (৪০০মিটার) সেতু নির্মাণ,১.৬৫০২ কোটি টাকায় ২১টি মসজিদ,২.০১৫ কোটি টাকার হাটবাজার উন্নয়ন,০.০৪০ কোটি টাকায় ৪টি মুক্তযিুদ্ধা
নিবাস,০.০১২ কোটি টাকায় ২টি ইউনিয়ন ভূমি অফিস ,০.২১২৩ কোটি টাকায় ১টি খাল খনন,০.২০২৪ কোটি টাকায় ১টি পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে ।
এমপি সবুজ বলেন,আমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বাস ও আশীর্বাদ রয়েছে ।অতীতের চাইতে বর্তমানে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে এর ধারাবাহিকতা অব্যাহত রেখে সাধারন মানুষকে সাথে নিয়ে আগামী দিনেও তাদের সেবা করে যেতে চাই।

উপজেলার আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেন,এমপি মুহাম্মদ ইকবাল হোসনে সবুজ উপজেলার স্কুল,কলেজ রাস্তা ঘাট,ব্রিজ,মসজিদ,মাদ্রাসা,মন্দরি নির্মাণ সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন এবং বেশ কিছু কাজ চলমান রয়েছে বর্তমান এমপির প্রতিটি উন্নয়ন কাজে আমাদের সমর্থন আছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,শ্রীপুরকে আধুনিক মানবিক উপশহর গড়ে তুলতে নিরল সভাবে কাজ করে যাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসনে সবুজ। তার নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে শ্রীপুরে ৩৬৫.৬৫২৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919