December 7, 2024, 2:51 pm
শিরোনামঃ
পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন সামাজিক সম্প্রীতির সভা সরাইলে সামাজিক সম্প্রীতির সভা অনুষ্ঠিত

গাজীপুরে ০২ বছরের সাজাপ্রাপ্ত ০১জন আসামীকে গ্রেফতার করেছেন র‍্যাব-০১

Reporter Name
  • Update Time : Tuesday, September 12, 2023,
  • 50 Time View

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার:-র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত
অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী,সন্ত্রাসী,এজাহারনামীয় আসামী,ছিনতাইকারী,চঁ।দাবাজ,প্রতারকচক্র,ধর্ষণকারী, পণোর্গ্রাফি বিস্তারকারী,চোরাকারবারী,হত্যাকারী, পরোয়ানাভুক্ত,আসামীসহ সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ তারিখ রাত্র আনুমানিক ১৯.৩০ ঘটিকায় র‍্যাব-১,স্পেশালাইজ্ড
কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ক) পীরগাছা থানার জিআর-২৪৭/১৬, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড ও খ) জিআর-১১৬/১৭ এবং রংপুর কোতয়ালী থানার মামলা নং-১১(০২)১৭, ধারা-মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) মামলার সাজা পরোয়ানা ভুক্ত পলাতাক আসামী মোঃ মাসুদ রানা(২৭), পিতা-মোঃ দেওয়ান হাবিবুর রহমান@ হাবিব, মাতা-মোবাশ্বেরা বেগম,সাং-তালুক উপাষু,থানা-পীরগাছা, জেলা-রংপুর জিএমপি,গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন গাজীপুরা-২৭ এলাকায় অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে জিএমপি,গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন গাজীপুরা-২৭ এলাকায় অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিআর-১১৬/১৭,
রংপুর কোতয়ালী থানার মামলা নং-১১(০২)১৭খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) এর ০২ বছরের সাজাপ্রাপ্ত এবং পীরগাছা থানার জিআর-২৪৭/১৬,ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মাসুদ রানা(২৭)’কে জিএমপি,গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন গাজীপুরা-২৭ সাকিনস্থ হোপলন ফ্যাক্টরীর ০২নং গেটের গলি মনির হোসেনের চায়ের দোকানের সামনে রাস্তার উপর হতে ১২/০৯/২৩খ্রিঃ তারিখ রাত্র আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর পীরগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919