স্টাফ রিপোর্টার এলিজা পারভিন (লিজা):-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর ভোগড়া বাইপাস কলম্বিয়া সংলগ্ন ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিয়েছে গার্মেন্টস শ্রমিকরা সোমবার (৩০ অক্টোবর) বেতন বাড়ানোর দাবিতে।গাজীপুরে আজও বিক্ষোভ শুরু করেছে শিল্প কারখানার শ্রমিকরা।
বিক্ষোপ্ত হয়ে গেছে বেশ কিছু যানবাহন ভাঙচুর ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয় দিক যান চলাচল বন্ধ হয় যায়।ফলে যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে সপ্তম দিনের মতো গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা,নাওজোড়,নলজানী,ও মালেকের বাড়ি এলাকায় কাজ বন্ধ করে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ভবনে ঢিল ছুড়ে গ্লাস ভাঙচুর করেছে। শ্রমিকদের একটি গ্রুপ গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করতে গেলে শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এদিকে ভোগড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া কারখানার শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান,বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তাদের কাজের দাম বাড়েনি। তাই বাধ্য হয়েই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামতে হয়েছে বলে জানান শ্রমিকরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান,শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানান তিনি।