ভ্রাম্যমাণ প্রতিনিধি শফিকুল ইসলাম (দুখু):- গাজীপুরের শ্রীপুরে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোঃ বাবুল মিয়া ফালানের ছেলে শিশু সাহিমকে মধ্যরাতে হত্যার চেষ্টা। গত শনিবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১.টার দিকে চার বছরের শিশু সাহিমকে নিজ বসত ঘরে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শিশুটির পিতা বাবুল মিয়া বলেন,আমি বসত বাড়ীর পাশে মুদি দোকান দিয়া সুনামের সহিত ব্যবসা করিয়া আসিতেছি। এমতাবস্থায় গত ২৮/১০/২০২৩ ইং তারিখে রাত অনুমান ১১.০০ টার সময় আমি ও আমার স্ত্রী মোছা:পপি আক্তার সহ আমার ছেলে সাহিম (৪) নিজ বসত ঘরের দরজা জানালা লাগাইয়া ঘুমাইয়া থাকি। এমতাবস্থায় রাত অনুমানিক ১ টার সময় আমার ছেলের চিৎকারে আমার ঘুম ভাঙ্গিলে আমি দেখিতে পাই,ছেলে সাহিম এর গলা হইতে রক্ত বাহির হইতেছে এবং বসত ঘরের জানালা খোলা অবস্থায় আছে । আমার ধারনা হইতেছে যে,অজ্ঞাতনামা বিবাদীরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসত ঘরের জানালা কৌশলে খুলিয়া আমার ছেলে সাহিমের গলায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করিয়া হত্যা করার চেষ্টা করে। আহত অবস্থায় সাহিমকে প্রথমে আলহেরা হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করিলে আমি আমার ছেলেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া জখমের চিকিৎসা করি।
আহত শিশুটির বাবা আরো জানায়,তারা জানালার পাশে ঘুমিয়ে ছিলেন। বাহির থেকে জানালা দিয়ে তার ছেলে সাহিমের গালায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। গায়ে কম্বল থাকায় অল্পের জন্য বেঁচে যায় তার শিশু সন্তান। তবে কে বা কাহার এটা ঘটনাটি ঘটিয়েছে তিনি বলতে পারেনি বলে জানান। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।