এলিজা পারভীন (লিজা)স্টাফ রিপোর্টার:- গাজীপুর মহানগরীর একটি কলোনিতে আগুনে ৪০টি ঘর পুড়ে গেছে।শুক্রবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।মহানগরীর নলজানির এলজিইডি ভবনের পেছনে বশির সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
এই বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীরা জানায়,শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বশির সড়ক এলাকায় রুবেলের মালিকানাধীন টিনশেড কলোনিতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।তারা আরও জানান,এই এলাকাটি ঘনবসতি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।তাদের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এখানে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা ভাড়া থাকেন।আগুনে ৪০টির মতো সেমি পাকা টিনশেড ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উক্ত ঘটনাস্থলে কাউন্সিলর আলহাজ্ব কাদির মন্ডল এসে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন এবং অতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আশ্বাস দেন।তিনি আরোও বলেন,জেলা প্রশাসকের সাথে আলোচনা করে আগামীকালকে ৩০ কেজি চাল এবং ৭০০০ করে টাকা প্রত্যেক পরিবারকে দেয়ার জন্য ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
এমত অবস্থায় তৎক্ষানিক স্থানীয় বাড়িওয়ালা মোঃ রুবেল তিনি রাতের খাবারের ব্যবস্থা করেন এবং পরদিন দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করেন বাড়িওয়ালা আলমাস উদ্দিন সাহেব।তিনি আরও বলেন,আমি চেষ্টা করব তোমাদের এই দুর্দিনে সকলের পাশে দাঁড়ানোর জন্য।