১০ অক্টোবর ২০২৩,আজিজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ-খুলনায় আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরীতে সর্বক্ষেত্রে কোটা পুনঃবহাল ও প্রয়োগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান। গত ১০ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় খুলনা জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের নেতৃত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সরদার মাহবুবার রহমান। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি শাহিনুল ইসলাম শান্ত,সাংগঠনিক সম্পাদক ও রূপসা উপজেলা শাখার সভাপতি মোঃবেনজীর হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল,দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক গাজী লুৎফর রহমান,তেরখাদা উপজেলা শাখার সভাপতি মোঃ কায়নাত,রূপসা উপজেলা শাখার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক শেখ সোহাগ হোসেন,সদস্য মোঃ কামরুল হোসেন খা,মোঃ হযরত আলী,মহিদ শেখ,আলামিন আকন,আলামিন খা,মোঃ কামাল,তেরখাদা উপজেলা শাখার মোঁ পরশ মনি,মোঃ কায়ুম মোল্লা,মোঃ লিয়াকত হোসেন,পিকলু সর্দার, হাবিবুর রহমান ফকির প্রমুখ।