ইন্টার্নশিপ বহাল রাখা,উচ্চ শিক্ষা প্রদান ,স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন ও কর্ম সংস্থানের দাবিতে সারাদেশের সাথে খুলনায় ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের সঙ্গে মানববন্ধন করেছেন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীরা ।এদিকে তাদের সাথে একাত্বতা জানিয়ে মানববন্ধনে অংশ নেন খুলনার পেশাজীবী বেকার ডি.এম.এফরাও। দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ডিএমএফ, ইন্টার্ন স্টুডেন্ট সদর হাসপাতাল ও খুলনা জেলার সকল শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন-মিরাজুল ইসলাম, রাকিবুল হাসান রাতুল,আশিকুর রহমান , তরবিয়াতুল ইসলাম মাহিম, হৃদয় ঘরামি,তাজমুল ইসলাম, রিধি মনীষা প্রমুখ। এ সময় তারা বলেন, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে আমাদের কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে,বিতর্কিত এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করে আমাদের কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হলে তাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন তারা।