December 7, 2024, 11:21 pm
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন সামাজিক সম্প্রীতির সভা

কুড়িগ্রামে ১৪৪ ধারা জারি

Reporter Name
  • Update Time : Thursday, November 28, 2024,
  • 12 Time View

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম:: কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সভা-সমাবেশ ডাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোনাহাট স্থলবন্দরসহ ভূরুঙ্গামারী উপজেলায় ১৪৪ ধারা আদেশ জারি করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপ একই সময় একই স্হানে সভা-সমাবেশ আহবান করে মুখোমুখি অবস্থান নেয়।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত পত্রে ১৪৪ ধারা আদেশ জারি করা হয়। যেহেতু ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট স্থলবন্দর এলাকায় ২৮ নভেম্বর একই স্থানে একই সময়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে থেকে সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে। এতে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি স্বার্থ ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। তাই সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় বৃহস্পতিবার সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ সময়ে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দ-যন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
একাধিক সূত্রে জানাযায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদারের নেতৃত্বে ব‍্যবসায়ীদের একটি অংশ গতকাল বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির এক জরুরি সভায় ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। খবর পেয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বুধবার রাতে সোনাহাট স্থলবন্দরে এসে বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। এই ঘটনায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919