December 8, 2024, 6:11 am
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্গাপুরে প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন

কালিঞ্চী আব্দুল গফ্ফার মাধ্যঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্দে আদালতে মামলা

Reporter Name
  • Update Time : Sunday, October 2, 2022,
  • 37 Time View

শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী আব্দুল গফ্ফার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্দের জন্য বিজ্ঞ শ্যামনগর সহকারি জজ আদালত , সাতক্ষীরায় ২৯ শে সেপ্টেম্বরে দেঃ ৩০৭/২২ মামলা দায়ের করেছেন।

উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, কালিঞ্চী গ্রামের মৃত জব্বারতরফদারের পুত্র আব্দুল গফ্ফার তরফদার। মামলায় বিবাদী করা হয়েছে । শ্যামনগর
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা শিক্ষা অফিসার , জেলা শিক্ষা অফিসার , জেলা প্রশাসক ,
কালিঞ্চী আব্দুল গফ্ফার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এশার আলী এবং বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।

মামলার কপি অনুযায়ী জানা যায় , শ্যামনগর থানার অর্ন্তগত কালিঞ্চী গ্রামের কালিঞ্চী আব্দুল গফফার মাধ্যমিক বিদ্যালয় এর বিগত ম্যানেজিং কমিটির মেয়াদ
শেষ হওয়ার পরে করোনা মহামারির কারনে নতুন ম্যনেজিং কমিটি গঠন করা সম্ভবহয়নি । উক্ত বিদ্যালয়টি অদ্যবধি এডহক কমিটি মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।

এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতুন ম্যনেজিং কমিটি গঠনের কর্যক্রম শুরু করেন। তদলক্ষ্যে তিনি যশোর
শিক্ষা র্বোডের বিদ্যালয় পরিদর্শকের ও এডহক সভাপতির অনুমতিক্রমে প্রধান শিক্ষক গত ২৫/৭/২২ তারিখে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নির্বাচনের জন্য খসড়া
ভোটার তালিকা প্রস্তুত করেন। যা গত ২৬/৭/২২, ২৭/৭/২২ও ২৮/৭/২২ তারিখে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকল শ্রেনীকক্ষে পাঠ করে শুনানোর কথা ও নোটিশ
বোর্ডে টানানোর কথা থাকলেও তা করা হয়নি।

তঞ্চকতা করে গত ১০/০৮/২২ তারিখে বিদ্যালয়ের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় । কিন্তু উক্ত ভোটার তালিকা প্রস্তুতের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ২০০৯ সালের সঠিক খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতের ফরম অনুসারে উক্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়নি ।

উক্তভোটার তালিকায় ভোটারগনের কোন রকম ক্রমিক নং দেওয়া নেই । খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকায় দশম শ্রেনীর শিক্ষার্থীর অভিভাবক গনকে ভোটার করা হয়নি এবং বাদীরও কাউকে ভোটার করা হয়নি। যা সম্পুন্ন বেআইনী মামলায় আরও উল্লেখ করেন , কালিঞ্চী গ্রামের কালিঞ্চী আব্দুল গফফার মাধ্যমিক বিদ্যালয় এর নির্বাচনের লক্ষ্যে প্রধান শিক্ষক গত ২৯/৮/২২ তারিখে উপজেলা নির্বাহী
অফিসার বরাবর সংশ্লিষ্ট বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের জন্য পিজাইডিং অফিসার নিয়োগের আবেদন করেন ।

আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী
অফিসার উক্ত তারিখে শ্যামনগর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমানকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য প্রিজাইটিং অফিসার
মনোনিত করেন। যা নিতান্তই আইন বর্হিভূত ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর ২০০৯ সালের প্রবিধান মালার ১৫(২) ধারা এর বিধান অনুযায়ী
কোন প্রথম শ্রনীর সরকারী কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ পেতে পারে না।

তিনি ২য় শ্রেনীর কর্মকর্তা থাকেন এবং চুক্তি ভিত্তীক অস্থায়ী ভাবে উন্নয়ন প্রকল্পে কাজ করেন। তিনি প্রজেেেক্টর কাজ করেন। তার সরকারী কোন গ্রেড
নেই। সে কারনে একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান বিরোধীয় বিদ্যালয়ে নির্বাচনের জন্য প্রিজাইটিং অফিসার নিযুক্ত বেআইনি।

তার মাধ্যমে বিরোধীয় কালিঞ্চী আব্দুল গফফার মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনের জন্য বিগত ০৮ ই সেপ্টেম্বর ২০২২ তারিখে দৈনিক যুগের বার্তা পত্রিকায়
প্রকাশিত নির্বাচনের তপশীল ঘোষনা সম্পূন্ন বেআইনি । উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান বিদ্যালয়ের স্বার্থ বিরোধী লোকদের নিয়ে
নির্বাচন সম্পন্ন করার জন্য পায়তারা করছে।

এ বিষয়ে আব্দুল গফ্ফার তরফদার বলেন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এশার আলী , প্রাক্তন চেয়ারম্যান মোঃ আকবার আলী ও প্রাক্তন ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেনের পরামর্শে বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।

তাদের এ সমস্ত কাজে সার্বিক সহযোগিতা করছেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর
রহমান। বর্তমানে তারা বিজ্ঞ আদালয়ের মামলাকে উপেক্ষা করে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য পায়তারা করছে। এ বিষয়ে কালিঞ্চী
আব্দুল গফ্ফার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এশার আলী এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান একই সুরে বলেন ,বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের হয়েছে। সুতরাং এ বিষয়ে কোন মন্তব্য নেই।

যাতে করে কালিঞ্চী আব্দুল গফ্ফার মাধ্যমিক বিদ্যালয়ে সুষ্ঠ ও শান্তিপূন্ন ভাবে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যসহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919