আব্দুল রাজ্জাক,সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া সরাইল কালিকচ্ছ ইউনিয়নের ছয়েদ হোসেনের সভাপতিত্বে,ও কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল ইসলামের সঞ্চালনায়,এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সরাইল ৪ নং কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছায়েদ হোসেন।তিনি বলেন,স্থানীয় সরকার যে কার্যক্রম আছে তা আমরা যতাযতভাবে পালন করব।এই সময় আরও বক্তব্য রাখেন,মোঃ মুজিবুর রহমান,বাংলাদেশ আওয়ামীলীগ
সভাপতি কালিকচ্ছ শাখা।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,মোঃ জজ মিয়া সভাপতি সাবেক জাতীয় পার্টি কালিকচ্ছ শাখা,মোঃ সাইদুর রহমান ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য কালিকচ্ছ,
মোঃ সাচ্ছু মিয়া,১ নং ইউপি সদস্য কালিকচ্ছ,
ছাদেক মিয়া,২ নং ইউপি সদস্য কালিকচ্ছ,মোঃ ফুল মিয়া,৪ নং ইউপি সদস্য,কালিকচ্ছ,মোঃ হুমায়ূন কবির (সুমন)৫ নং ইউপি সদস্য কালিকচ্ছ,মোঃ ধন মিয়া ৬ নং ইউপি সদস্য কালিকচ্ছ,অরবিন্দু দত্ত,৮ নং ইউপি সদস্য কালিকচ্ছ,জায়েদা বেগম ১.২.৩.নং মহিলা সংরক্ষিত ইউপি সদস্য,কালিকচ্ছ,পারভীন বেগম ৪.৫.৬.নং মহিলা সংরক্ষিত ইউপি সদস্য কালিকচ্ছ,মোছাঃ নাছিমা বেগম ৭.৮.৯.নং মহিলা সংরক্ষিত ইউপি সদস্য কালিকচ্ছসহ আরো এলাকার ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।